রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৬:২৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আখতারুজ্জামান বলেছেন, সঙ্গীতের মাধ্যমে খুব সহজেই মানুষের মধ্যে সচেতনা সৃষ্টি করা সম্ভব হয়। তাই সচেতনতা বৃদ্ধির লক্ষে সঙ্গীত আয়োজনের মাধ্যম গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত।
তিনি মঙ্গলবার যশোরের বাঘারপাড়া উপজেলায় রায়পুর, খাজুরা বাজার ও বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন।
এসময় তিনি সঙ্গীত অনুষ্ঠানের মধ্যে স্বাস্থ্যসম্মত জীবন যাপনের মাধ্যমে হৃদরোগ, ডায়াবেটিস, শ্বাসযন্ত্রের রোগ, ক্যান্সারসহ বিভিন্ন অসংক্রমক ব্যাধি প্রতিরোধ কল্পে সামাজিক সচেতনতা বৃদ্ধির নানা পরামর্শ দেন।
‘রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম,স্বাস্থ্য বিধি চলবো মেনে, অঙ্গিকার এই হোক, তাতেই হবে রোগ বালাইয়ের শক্ত প্রতিরোধ’ প্রতিবাদ্যকে সামনে রেখে সঙ্গীতের মাধ্যমে সামাজিক সচেতনা বৃদ্ধিকরণের লক্ষে মঙ্গলবার বাঘারপাড়ার তিনটি স্থানে এ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত.সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে লাইফ স্টাইল এবং হেলথ এডুকেশন ও প্রমোশন স্বাস্থ্য শিক্ষা বুরোর অপারেশনাল প্লানের আওতায় থার্ড আই কমিউনিকেশনের মাধ্যমে এ সঙ্গীত অনুষ্ঠান সম্পন্ন হয়।
Leave a Reply