মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০১:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর চৌগাছার আন্দারকোটা মহিলা দাখিল মাদরাসা মাঠে মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে ওই মাদ্রাসার দশ ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়।
এতে সভাপতিত্ব করেন মাদরাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরূপদাহ ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন।অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন ইউপি সচিব সাধন চন্দ্র বিশ্বাস, মাদরাসার সুপার মাওলানা মহসিন আলী, সহ-সুপার মাওলানা আলমগীর কবীর, সাবেক সভাপতি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোস্তাফিজুর রহমান মনু,মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য হাফেজ তোফায়েল আহাম্মেদ, ইউপি সদস্য জাকির হোসেন খান প্রমুখ।
৬ষ্ঠ শ্রেণির হাফিজা খাতুন, সুরাইয়া খাতুন, তাছলিমা খাতুন, ৭ম শ্রেণির ডলি খাতুন, ফাতেমা খাতুন, সুষ্মিতা খাতুন, ৮ম শ্রেণির মিম খাতুন, মাহফুজা খাতুন ও অ্যানি খাতুন এবং ১০ম শ্রেণির রহিমা খাতুনকে বাইসাইকেল প্রদান করা হয়।
Leave a Reply