শনিবার, ১০ Jun ২০২৩, ০৮:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্র্র¿ণ অধিদপ্তর ও কাতয়ালি মডল থানা পুলিশ রোববার পৃথক অভিযান চালায়। এ সময় দুই লিটার চালাইমদ ও ৫০ গ্রাম গাঁজাসহ চারজনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে যশোর সদরের হাশিমপুর উত্তর পাড়ার আকবর আলী বিশ^াসর ছল সাইফুল হাসন,শহরর আরবপুরর রাজ্জাক শেখের ছেলে মনির শেখ,সিটি কলজপাড়ার ফরিদ আহমদ এর ছল সাহল হাসন ও পূর্ব বারাদীপাড়ার লাল মিয়ার ছেল আমির হাসন।
মাদকদ্রব্য নিয়ন্ত্র্র¿ণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়র ক সার্কলর উপ পরিদর্শক বদরুল হাসান রোববার দুপুর শহরের হাট খোলা এলাকা থেকে সাইফুল ইসলামকে ২ লিটার চালাই মদসহ আটক করে। মাদকদ্রব্য নিয়ন্ত্র্র¿ণ অধিদপ্তরের অপর দল ওই এলাকা থেকে মনির শেখকে ২লিটার চালাইমদসহ আটক করে। অপর দিক কোতয়ালি থানা পুলিশ ওই দিন সদরের ঝুমঝুমপুর এলাকা থেকে সোহল হোসেন ও আমির হোসেনক একটি নাম্বার বিহীন মোটর সাইকলসহ আটক করে। তাদর দু’জনর কাছ থেকে ২৫ গ্রাম করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে যশোর কোতয়ালি থানায় মামলা হয়েছে।
Leave a Reply