শনিবার, ১০ Jun ২০২৩, ০৯:৪৭ অপরাহ্ন

প্রতিনিধি আবশ্যক :
বহুল প্রচারিত অনলাইন পত্রিকা জয় বাংলা নিউজ ডট কম ( www.joibanglanews.com)এর জন্য জরুরী ভিত্তিতে দেশের বিভিন্ন জেলা, উপজেলা/থানা এবং বিশ্ববিদ্যালয় ভিত্তিক (খালি থাকা সাপেক্ষে) প্রতিনিধি আবশ্যক। আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ১ কপি ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, অভিজ্ঞতা ( যদি থাকে) উল্লেখ পূর্বক জীবন বৃত্তান্ত এবং মোবাইল নাম্বার সহ ইমেইলে ( joibanglanews@gmail.com ) আবেদন করতে হবে।
কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু

কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু

এম আকাশ,সাতক্ষীরা: সড়ক দুর্ঘটনা আজকাল মহামারিতে পরিনত হয়েছে, এ যেনো এক মৃত্যু খেলা। বাংলাদেশ নামক ক্ষুদ্র আয়তনের এই দেশে এটা স্বাভাবিক ব্যাপার যেনো! কোনো কোনো সময় পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তিও বলি হচ্ছে সড়ক দুর্ঘটনায়। চালকদের খামখেয়ালিপনা,অসচেতনতা, ঝিমিঝিমি ঘুম চোখে নিয়ে গাড়ি চালানো, একটা পরিবহনের সাথে আর একটা পরিবহনের ঘোড়া দৌড়ের মত আগে উঠার প্রচেষ্টা এর অন্যতম কারন। তারই ধারাবাহিকতায় অকালে ঝরে গেলো দুইটি তাজা প্রান। আজ সাতক্ষীরার কালিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে,এ সময় আহত হয়েছেন আরো দুইজন। কালিগঞ্জ-শ্যামনগর সড়কের পাওখালি ও একই সড়কের হাজামপাড়া মোড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার রঘুনাথপুর গ্রামের আবু বক্কর সরদারের ছেলে কাঠ ব্যবসায়ি নাসিরউদ্দিন সরদার (৫০)। এ সময় তার মোটর সাইকেলে থাকা স্ত্রী শেফালী বেগম মারাত্বক আহত হন। অপর মৃতের নাম একই উপজেলার গনেশপুর গ্রামের মোমিনুর রহমানের ছেলে বাপ্পি গাজী (৩০) এবং আহত মিনাজকাটি গ্রামের আব্দুস ছাত্তারের পুত্র আসলাম (২৫)। নিহতের স্বজনরা জানান, নলতা হাসপাতালে সিজারিয়ান বৌমাকে দেখতে নাসির উদ্দিন ও তার স্ত্রী শেফালী মোটর সাইকেলে আসার সময়  পাওখালি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যামনগরগামী যাত্রিবাহি বাস (খুলনা-ব-১১২১) তাদের গাড়িতে ধাক্কা মারে। এতে স্বামী স্ত্রী দু’জনেই রাস্তায় পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান স্বামী নাসিরউদ্দিন। মারাত্মক আহত শেফালীকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং বাসটি আটক করে। অপরদিকে ফুলতলা মৎস্য সেট থেকে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে শ্যামনগর মহসড়কের হাজামপাড়া মোড় নামকস্থানে একটি দ্রুতগামি ট্রাক মোটর সাইকেল আরোহী বাপ্পিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা মারাত্বক আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে সাতক্ষীরা সদর হাসপাতলে নেওয়ার পথিমধ্যে তিনি মারা যান। কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান বলেন, নিহতের পরিবারের সদস্যরা ময়না তদন্ত করাতে চাচ্ছেন না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved  2019 Joibanglanews.com এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা নিষেধ।
Design & Developed BY ThemesBazar.Com
Translate »