শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৬:৫৯ পূর্বাহ্ন
ছিন্নমূল মানুষ
আল আমিন হোসেন
যখন দেখি এ দুটি চোখে
এতো বড় পৃথিবীতে
আশ্রয় হীন ভুখা মানুষ
পথে পথে কাদিতে।
তখন নিজেকে বড়ই
অপরাধী মনে হয়।
সামর্থ্য আমার হলো না
তাদের পাশে দাঁড়াতে
তাদের তরে সহযোগীতার
এ দুটি হাত বাড়াতে।
না পারার বেদনায় বন্ধু
আমি মরি লজ্জায়
আমিও মানুষ তাদের মতো
কেমন দেই পরিচয়।
ছিন্নমূল মানুষ নিয়ে কবি
লিখেন কত কবিতা
জন্মই তাদের আজন্ম পাপ
লিখে দিলেন বিধাতা।
নাম দারী মানুষের দল
এবিশ্ব করেছে জয়।
অসুরত্বের খর্গদ্বারে
সুর হলো পরাজয়।।
Leave a Reply