শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: হোটেল শ্রমিক সিনবাদ মোল্যা হত্যার ঘটনায় ৯জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে প্রধান আসামি রবিনকে আটক করেছে। কি কারণে এবং কারা এ হত্যার সাথে জড়িত সে ব্যাপারে পুলিশ নিশ্চিত হলেও তদন্তের স্বার্থে বিস্তারিত জানাতে অপরাগতা প্রকাশ করেছে।
নিহত সিনবাদ মোল্যার ভাই আল আমিন পুরাতন কসবার মানিকতলা মসজিদ এলাকার সেকেন্দারের ছেলে রবিনকে প্রধান আসামি করে ৯জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলায় অন্যান্য আসামিদের মধ্যে রয়েছে মানিকতলা এলাকার হাসিনুর, বাবু, নিরব, আরজু, অলিদ, তালেব প্রমুখ।
এদিকে বৃহস্পতিবার রাতে পুলিশ রবিনকে আটক করে। তার স্বীকারোক্তিতে হত্যার পর তার লাশ নিয়ে খড়কী এলাকায় নিয়ে যাওয়ার বাহন নসিমনটি জব্দ করে।
মামলার তদন্তকারী অফিসার পুরাতন কসবা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শিহাবুর রহমান মামলা দায়ের এবং রবিনের আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
সিনবাদ হত্যার কারণ এবং হত্যার সাথে জড়িতদের নাম আটক রবিন জানালেও তদন্তের স্বার্থে তিনি জানাতে অপরাগতা প্রকাশ করেছেন। তবে, রবিন আজ ১৬৪ ধারায় জবানবন্দি দিতে পারেন বলে তিনি জানিয়েছেন।
প্রসঙ্গত. বৃহস্পতিবার ভোরে যশোর শহরের খড়কী এলাকায় ডোবা থেকে ড্রামের মধ্যে থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করে পুলিশ। বিকেলে ওই যুবকের পরিচয় পাওয়া যায়। অজ্ঞাত ওই যুবকের নাম সিনবাদ মোল্যা। হে পালবাড়ী এলাকায় একটি হোটেলে কাজ করতো। বিকেলে তার পিতা শহরের পুরাতন কসবা কাজীপাড়ার মানিকতলা এলাকার আব্দুর রহমান মোল্যা লাশ নিয়ে চলে যায়।
Leave a Reply