শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৭:০৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:যশোরে বিভিন্ন কর্মসুচী পালনের মদ্য দিয়ে বিশ^ পরিবশ দিবস পালিত হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি ও আলাচনা সভা।
বৃহস্পতিবার জলা প্রশাসকর কার্যালয় থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালি উদ্বাধন করেন জলা প্রশাসক আব্দুল আওয়াল।
এ সময় উপস্থিত ছিলন অতিরিক্ত জলা প্রশাসক হুসাইন শওকত, যশোর পরিবেশ অধিদপ্তরর উপ পরিচালক নাজমুল হুদা,প্রসক্লাব যশারর সভাপতি জাহিদ হাসান টুকুন।
র্যালি শেষে এক আলাচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে
পরিবশ অধিদপ্তরর কর্মকর্তা কর্মচারিসহ বিভিন সামাজিক,সাংস্কৃতিক ও স্বছাসবী সংগঠনর নেতৃবৃন্দ।
Leave a Reply