শনিবার, ১০ Jun ২০২৩, ০৮:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:যশোর সানজিদা সতু টুম্মা (১৭) নাম এক কলজ ছাত্রী ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে। সে শহরের চোরমারা দীঘিরপাড়া এলাকায় গ্রীনলাইন পরিবহনের চালক সিরাজুল ইসলাম বাবুর মেয়ে ও সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
বৃহস্পতিবার সকাল ৬টার দিক পালবাড়ি মোড়ের বাঙালিপাড়ায় এ ঘটনা ঘট।
নিহতর স্বজন রফিকুল ইসলাম জানান, টুম্পা ও তার মা প্রতিদিন ভোরে হাটতে বের হয়। বৃহস্পতিবার মা বের না হলও টুম্পা হাটতে বের হয়।সকাল ৬টার দিক রেললাইনর পাশ দিয় হাটতে হাটতে পালবাড়ি বাঙালিপাড়ায় পৌছালে খুলনা তেক ছেড়ে আসা মালবাহী ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলে মারা যায়।
যশোর জিআরপি ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলাম বলন,টুম্পা মোবাইল ফোন কথা বলতে বলতে হাটঁছিল। এ সময় ট্রেনের ধাক্কায় সে পড়ে যায়।এবং ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।
Leave a Reply