সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৫:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে ছুরিকাঘাতে সাজিদ হোসেন সম্রাট (১৬) নামে এক মাদ্রাসা ছাত্র দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছে৷ বৃৃহস্পতিবার বিকালে যশোর মাগুরা সড়কের বাহাদুরপুর তিতাস গ্যাস প্লান্টের কাছে এঘটনা ঘটে৷
নিহত মাদ্রাসার ছাত্র সদর উপজেলার বড় বালিয়া ডাঙা গ্রামের তাজ উদ্দিনের ছেলে৷ ও বড় বালিয়া ডাঙা-আড়পাড়ার হযরত শাহা আউলিয়া দাখিল মাদ্রাসার ছাত্র ছিলো৷ এবারে দাখীল পরীক্ষার্থী৷ নিহত সম্রাটের চাচাত ভাই আব্দুর রাজ্জাক ও প্রতিবেশি মনিরুজ্জামান জানান,নিহত সম্রাট বৃৃহস্পতিবার বিকাল পাঁঁচটার দিকে বাড়ির জন্য কাচা তরকারী ক্রয় করতে বাহাদুরপুর বাজারে আসছিলো পতিমধ্য যশোর মাগুরা সড়কের বাহাদুরপুর তিতাস গ্যাস প্লান্ট এর নিকটে পৌছালে দূৃবৃত্তরা ছুরিকাঘাত করে৷ পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে৷ সেখান থেকে চিকিৎসকরা তাকে ঢাকায় রের্ফাড করেন৷ ঢাকায় নিয়ে যাওয়ার জন্য এম্বুলেন্সে উঠালে স্বজনেরা মনে করে তার মৃৃত্যু হয়েছে৷ তখন হাসপাতালের জরুরী বিভাগে নিলে চিকিৎসক নাজমুল হাসান তুহিন রাত আটটার দিকে মৃৃত্যু নিচ্চিত করে৷ কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান হত্যার ঘটনা নিচ্চিত করে বলেন কারা কি কারনে তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে তদন্তের সার্থে বলা যাবে না৷
Leave a Reply