সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে অজ্ঞাতনামা(২৫) এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে৷ বৃহস্পতিবার সকালে শহর তলীর খোলাডাঙ্গা সার গোডাউনের উত্তর পাশে রেল লাইনের থেকে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান পুলিশ৷
কোতয়ালী থানার কসবা ফাঁঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) শিহাবুর রহমান বলেন স্থানীয় দের খবরের ভিত্তিতে সকাল সাত টার দিকে শহর তলীর খোলাডাঙ্গা সার গোডাউনের উত্তর পাশে রেল লাইনের পাশ থেকে বস্তা বন্দীকরা অবস্থায় ব্যারেলের ভিতর থেকে অজ্ঞাত নামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়৷ তিনি আরো বলেন দুর্বৃত্তরা তাকে হত্যা করে বস্তাবন্দী করে ফেলে রেখে গেছে৷
Leave a Reply