মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০১:৪৩ অপরাহ্ন
এম আকাশ,সাতক্ষীরা: শ্যামনগর উপজেলার একটা অর্থনৈতিক অঞ্চলের নাম মুন্সিগঞ্জ । হোয়াইট গোল্ড নামের সাদা সোনা (চিংড়ি) এই অঞ্চলের মানুষের উপার্জনের প্রধান উৎস। তারই ধারাবাহিকতায় এই অঞ্চলের ৮০ ভাগ মানুষ প্রত্যক্ষ-পরোক্ষ ভাবে মৎস্যচাষের সাথে জড়িত। তাছাড়া এই অঞ্চলের কোল ঘেঁসে সুন্দরবন নামক বিখ্যাত ম্যানগ্রোভ বন হারিয়ে গেছে দূর অজানায়।সেজন্য বিভিন্ন মোসূমে এই অঞলে দেখা মেলে দেশি-বিদেশী পর্যটকের। বিদেশী রেমিটেন্সের একটা বড় অংশ আসে মৎস্য রপ্তানী ও ভীন দেশীদের ভ্রমন হতে, তবুও অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত নয়। মুন্সিগঞ্জ ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজার হতে ফুলতলা অতীব জনবহুল রাস্তা প্রতিনিয়ত হাজার হাজার যানবাহন চলাচল করে এই সড়ক দিয়ে। মুন্সিগঞ্জ জেলেপাড়া নামে পরিচিত সংলগ্ন রাস্তা ভেঙ্গে অর্ধাংশ পুকুরে চলে গেছে। দ্রুত সংস্কার না হলে চলতি বর্ষা মৌসুমেই রাস্তাটি সম্পূর্ণ পুকুরে বিলীন হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়তে পারে। এলাকাবাসীর অভিযোগ পাইলিং প্লেট ছাড়া রাস্তা করায় পুকুরের পাসে ভগ্নদশা সৃষ্টি হয়েছিলো, গুরুত্ব ও অবহেলার কারনে আজ এই ভগ্ন দশা। এমতাবস্থায় এলাকাবাসীর দাবী রাস্তা সংস্কার করার, সেজন্য তারা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে রাস্তা সংস্কারের আশু হস্তক্ষেপ কামনা করেন।
Leave a Reply