শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:১৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর সদরের আড়পাড়া এলাকায় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাকিবুল ওরফে শাকিল (২০) নামে এক যুবক জখম হয়েছ। এ সময়
স্থানীয়রা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়। সে যশোর শহরতলীর ছোট শেখহাটি এলাকার খোরশেদ আলমের ছেলে।
স্থানীয়রা জানায় বুধবার বেলা ১১টার দিকে শাকিল উপশহর ট্রাকস্ট্যান্ডের পাশে দাঁড়িয়েছিল। এ সময় একই এলাকার ডিটু, নাসিমসহ কয়েকজন তাকে আড়পাড়ায় নিয়ে ছুরিকাঘাত করে। শাকিলের চিৎকারে লোকজন ঘটনা স্থল থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়।
ডাক্তার এম আব্দুর রশিদ বলেন ছুরিকাঘাতে আহত শাকিলের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেন ঘটনাটি আমার জানা নেই। তবে খোঁজ খবর নিচ্ছি।
Leave a Reply