শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৮:১৪ পূর্বাহ্ন

প্রতিনিধি আবশ্যক :
বহুল প্রচারিত অনলাইন পত্রিকা জয় বাংলা নিউজ ডট কম ( www.joibanglanews.com)এর জন্য জরুরী ভিত্তিতে দেশের বিভিন্ন জেলা, উপজেলা/থানা এবং বিশ্ববিদ্যালয় ভিত্তিক (খালি থাকা সাপেক্ষে) প্রতিনিধি আবশ্যক। আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ১ কপি ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, অভিজ্ঞতা ( যদি থাকে) উল্লেখ পূর্বক জীবন বৃত্তান্ত এবং মোবাইল নাম্বার সহ ইমেইলে ( joibanglanews@gmail.com ) আবেদন করতে হবে।
যশোরে বাস টার্মিনালের চাঁদা বাজিকে কেন্দ্র করে গনপিটুনিতে যুবক নিহত

যশোরে বাস টার্মিনালের চাঁদা বাজিকে কেন্দ্র করে গনপিটুনিতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার: যশোরে বাস টার্মিনালের চাঁঁদা বাজিকে কেন্দ্র করে স্থানীয়  লোকজনের গন পিটুনিতে সানি হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছে৷ এসময় গন পিটুনিতে আনন্দসহ  (২৪)  দুই জন   আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছে ৷ মঙ্গলবার  রাতে শহরের শংংকরপুর বাস টার্মিনালের বিআরটিসি কাউন্টারের পাশে এঘটনা ঘটে৷

নিহত সানি হোসেন শহরের শংংকরপুর এলাকার মশিউর রহমানের ছেলে৷

আহত আনন্দ একই এলাকার অশোকের  ছেলে৷ পুলিশ ও স্থানীয়রা  জানান, শংংকরপুর বাস টার্মিনাল এর বাসের চাঁঁদা আদায়কে  কেন্দ্র করে মঙ্গলবার  রাত সাতটার দিকে  সানি হোসেন  আনন্দসহ ৪/৫ জন মিলে শংংকরপুর এলাকার কাউন্সিলর মোস্তফার  অফিসের সামনে থেকে একই এলাকার ফারুক মিয়ার ছেলে নয়ন হোসেনকে বোমা মেরে আহত করে৷ পরে স্থানীয় লোকজন সানি হোসেন ও আনন্দকে ধরে শংংকরপুর বাস টার্মিনাল এলাকায় গনপিটুনি দেয়৷ খবর পেয়ে পুলিশ আহতদের  উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে৷ চিকিৎসাধীন অবস্থায় সার্জারী বিভাগের চিকিৎসক ওহেদুজ্জামান আজাদ রাত নয় টার দিকে সানি হোসেনকে মৃৃত্যু নিচ্চিত করেন৷ কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত  করে বলেন শংংকরপুর বাস টার্মিনালে বাস এর কাউন্টারের চাঁঁদা বাজির কারনেই এই ঘটনা ঘটেছে৷ তিনি আরো বলেন বাসের হেলপার ড্রাইভার সহ স্থানীয়  লোকজন নয়নকে বোমা  মারার কারনে গন পিটুনি দিয়েছে৷ নিহতের পরিবারের পক্ষ থেকে যদি মামলা করে তাহলে আমরা মামলা নিবো৷ তানাহলে পুলিশ বাদি হয়ে হত্যা মামলা করবে

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved  2019 Joibanglanews.com এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা নিষেধ।
Design & Developed BY ThemesBazar.Com
Translate »