শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৮:১৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে বাস টার্মিনালের চাঁঁদা বাজিকে কেন্দ্র করে স্থানীয় লোকজনের গন পিটুনিতে সানি হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছে৷ এসময় গন পিটুনিতে আনন্দসহ (২৪) দুই জন আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছে ৷ মঙ্গলবার রাতে শহরের শংংকরপুর বাস টার্মিনালের বিআরটিসি কাউন্টারের পাশে এঘটনা ঘটে৷
নিহত সানি হোসেন শহরের শংংকরপুর এলাকার মশিউর রহমানের ছেলে৷
আহত আনন্দ একই এলাকার অশোকের ছেলে৷ পুলিশ ও স্থানীয়রা জানান, শংংকরপুর বাস টার্মিনাল এর বাসের চাঁঁদা আদায়কে কেন্দ্র করে মঙ্গলবার রাত সাতটার দিকে সানি হোসেন আনন্দসহ ৪/৫ জন মিলে শংংকরপুর এলাকার কাউন্সিলর মোস্তফার অফিসের সামনে থেকে একই এলাকার ফারুক মিয়ার ছেলে নয়ন হোসেনকে বোমা মেরে আহত করে৷ পরে স্থানীয় লোকজন সানি হোসেন ও আনন্দকে ধরে শংংকরপুর বাস টার্মিনাল এলাকায় গনপিটুনি দেয়৷ খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে৷ চিকিৎসাধীন অবস্থায় সার্জারী বিভাগের চিকিৎসক ওহেদুজ্জামান আজাদ রাত নয় টার দিকে সানি হোসেনকে মৃৃত্যু নিচ্চিত করেন৷ কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন শংংকরপুর বাস টার্মিনালে বাস এর কাউন্টারের চাঁঁদা বাজির কারনেই এই ঘটনা ঘটেছে৷ তিনি আরো বলেন বাসের হেলপার ড্রাইভার সহ স্থানীয় লোকজন নয়নকে বোমা মারার কারনে গন পিটুনি দিয়েছে৷ নিহতের পরিবারের পক্ষ থেকে যদি মামলা করে তাহলে আমরা মামলা নিবো৷ তানাহলে পুলিশ বাদি হয়ে হত্যা মামলা করবে
Leave a Reply