শনিবার, ১০ Jun ২০২৩, ০৮:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের ৩ কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে। এতে তারা রক্তাত্ত জখম হয়েছে।এ সময় কলেজের অন্য শিক্ষার্থীরা তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় সোহাগ হোসেন নামে একজন বহিরাগত আহত হয়েছে।
আহত তিন শিক্ষার্থীরা হচ্ছে যশোর সদরের শেখহাটি জামরুলতলার তোফায়েল মোল্যারে ছেলে তন্ময় মোল্যা,একই এলাকার রবিউল ইসলামের ছেলে ইব্রাহিম ও একই এলাকার সাব্বির। বহিরাগত সোহাগ শেখহাটি বাবলাতলা এলাকার জামাল গাজীর ছেলে।
শিক্ষার্থীরা জানায় মঙ্গলবার দুপুরে সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের ক্লাস চলাকালে ক্লাস রুমের পাশে সোহাগ, শয়ন, উৎসব ও মিকাঈল ধুমপান করছিল। এ সময় তন্ময়, ইব্রাহিম ও মধুসহ কয়েকজন তাদের ধুমপান করতে নিষেধ করে। এ ঘটনায় তাদের মধ্যে বাকবিতন্ডা হয় এক পর্যায়ে ধুমপানকারী ও বহিরাগতরা তন্ময়, ইব্রাহীম, সাব্বিরকে ছুরিকাঘাত করে। এ সময় সোহাগও আহত হয়। পরে কলেজের শিক্ষার্থীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, ছুরিকাঘাতে তিন কলেজ ছাত্রকে হাসপাতালে ভর্তি হয়েছে তবে তারা আশংকামুক্ত।
সরকারি পলিটেকনিক কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল আজিজ জানান,শুনেছি কলেজ অভ্যান্তরে বহিরাগতরা এসে তিন ছাত্রকে ছুরিকাঘাত করেছে। বিষয়টি আমি কোতয়ালি থানা পুলিশকে জানিয়েছি।
Leave a Reply