শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১২:১৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে পৃথক স্থান থেকে রহস্যজনক দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। একটি মণিরামপুর ও অপরটি বাঘারপাড়া উপজেলা থেকে।
পুলিশ জানায় মণিরামপুরের ঢাকুরিয়া তেলিকুড় গ্রাম থেকে কনিকা চক্রবর্তী নামে এক গৃহ বধুর ঝুলান্ত লাশ সন্দেহজনক হওয়ায় লাশটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। সে ওই গ্রামের কাত্তিক চক্রবর্তী স্ত্রী।
কনিকার ভাই অসিম জানান বোন কনিকাকে নিযার্তন করে হত্যা করা হয়েছে।
অপরদিকে যশোর বাঘারপাড়ার খোলসী গ্রাম থেকে চুমকি নামে এক কলেজ ছাত্রীর ঝুলান্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বাঘারপাড়া থানা পুলিশ জানান সকালে এলাকাবাসী খবরের ভিত্তিতে ঘটনা স্থলে পৌছে চুমকি নামের কলেজ ছাত্রীর নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে থাকা অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন থাকায় ওই লাশটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে হত্যা না আত্মহত্যা জানা যাবে। মঙ্গলবার দুপুরে লাশের ময়নাতদন্ত যশোর ২৫০ শয্যা হাসপাতালে সম্পন্ন হয়েছে।
Leave a Reply