শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৮:৫২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর সদরের হাটবিলা বিলপাড়া এলাকায় এক স্কুল ছাত্রীকে প্রলোভন দিয়ে একাধিক বার ধর্ষন করেছে এক লম্পট। এ ঘটনায় সোমবার শিক্ষার্থীর মা কোতয়ালি থানায় অভিযোগ করেছে।
অভিযোগে বলেছেন তার মেয়ে (১৪) অষ্টম শ্রেনীর ছাত্রী। স্কুলে আসা যাওয়ার পথে শাখারিগাতী পূর্ব পাড়ার কামাল হোসেনের ছেলে আসলাম হোসেন তাকে প্রেম প্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায় তাদের মধ্যে প্রেম সম্পর্ক গড়ে ওঠে। ওই সুত্র ধরে ১০ জানুয়ারী আসলাম তার মায়ের সাথে দেখা করার কথা বলে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে জোর পূর্বক ধর্ষন করে। গত ১৪ মার্চ সন্ধ্যায় উক্ত কিশোরী এলাকায় ওয়াজ মাহফিল শুনতে যায়। সেখান থেকে আসলাম হোসেন তার বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। বিষয়টি কিশোরী তার মাকে জানায়। এ ঘটনায় সোমবার শিক্ষার্থীর মা কোতয়ালি থানায় অভিযোগ করে। নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মঞ্জুরুল আলম প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছেন বলে জানাগেছে।
Leave a Reply