শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৬:২০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর শহরের আরএন রোডের পূর্বাশা হোটেলর সত্ত্বাধিকারী শাহ আলম রিপন সোমবার প্রেসক্লাব যশোরে জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সালাম চাকলাদার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে।
লিখিত বক্তব্য পাঠ করেন পূর্বাশা হোটেলর সত্ত্বাধিকারী শাহ আলম রিপন। এ সময় উপস্থিত ছিলেন শাহ আলমের মা শরিফা খাতুন ও চাচা ইকরাম হোসেন টগর প্রমুখ।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়েছে তিনি দীর্ঘদিন ধরে আরএন রোডে পূর্বাশা হোটেলে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। হঠাৎ করে সালাম চাকলাদার জায়গাটি দখল করতে তার ও তার উপ-ভাড়াটিয়াদের হুমকি-ধামকি দিচ্ছেন।তার ও বনফুলকে জায়গা ছেড়ে দিতে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর করে নিয়েছেন। ৩১ আগস্টের মধ্যে মালামাল সরিয়ে নিয়ে বিল্ডিং খালি করার কথা বলেছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী।
Leave a Reply