মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: কোতয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ আলাদা অভিযান চালিয়ে ২শ’ ২০পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার দেখিয়েছে। এ সময় মাদক বহনের অভিযোগ এনে চারজনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে,যশোর সদর উপজেলার খিতিবদিয়া গ্রামের তোতা মিয়ার ছেলে উজ্জল হোসেন,যশোর শহরের বকচর আলামিন মসজিদের পাশের মৃত জীবন চৌধুরীর ছেলে সাগর,বকচর কোল্ড ষ্টোরের মোড়ের জিন্নাত আলী খোকনের ছেলে সুজন ও শহরের বেজপাড়া তালতলার সৈয়দ আহম্মেদের ছেলে শফিক।
কোতয়ালি মডেল থানার এএসআই মোল্লা শফিকুজ্জামান শুক্রবার রাত পৌনে ১১ টায় শহরের মনিহার মোড়স্থ মাশুক হোটেলের সামনে থেকে সুজনকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ১শ’ পিস ইয়াবা,জেলা গোয়েন্দা শাখা ডিবি’র একটি টিম শনিবার ভোর রাতে পালবাড়ী ডাচবাংলা ব্যাংকের বুথের সামনে থেকে শফিককে গ্রেফতার করে। পরে তার দখল হতে ২০পিস ইয়াবা,কোতয়ালি মডেল থানার এসআই এইচএম মাহমুদ জানান, শনিবার রাত ১২ টার ২০ মিনিটে শহরের চাঁচড়া রেলগেট আবাসিক হোটেল শাহরিয়ার সামনে থেকে সাগর নামে এক যুবককে গ্রেফতার করে। পরে তার দখল হতে ১শ’ পিস ইয়াবা এবং কোতয়ালি মডেল থানার এএসআই সঞ্জয় বাড়ৈ জানান,শনিবার শহরের দড়াটানাস্থ মাধবী ফুল ঘরের সামনে থেকে উজ্জল হোসেন নামে এক যুবককে গ্রেফতার করে। পরে তার দখল হতে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার দেখায়। মাদক উদ্ধারের ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা চারটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply