রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০১:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার মুড়োলী এলাকার এক স্কুল শান্তা আক্তার ওরফে আশাকে অপহরণের অভিযোগে মাতা শাহনাজ বেগম বাদী হয়ে যশোর কোতয়ালি থানায় মামলা করে। অপহরনের ৩ দিন পর আশাকে উদ্ধার ও অপহরনকারী ইমরানকে পুলিশ গ্রেফতার করেছে। সে যশোর শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোডের আব্দুস সোবহানের ছেলে।
এসআই লিটন মিয়া জানান শান্তা আক্তার আশাকে ইমরান হোসেন তিন চারদিন আগে অপহরণ করে। শুক্রবার অপহৃতা আশাকে উদ্ধার ও ইমরানকে গ্রেফতার করা হয়েছে। শনিবার উদ্ধারকৃত স্কুল পড়ুয়া ছাত্রী আশার ডাক্তারী পরীক্ষা ও ২২ ধারা জবান বন্দি আদালতে সম্পন্ন করা হয়েছে।
Leave a Reply