শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১২:৩১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: শনিবার সকাল যশোর আরএনরোড এলাকার নতুন বাজারে পৌরসভার জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় পৌর কর্তৃপক্ষ। এ সময় ইমরান হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশ। সে শহরের বেজপাড়া এলাকার ইকবালের ছেলে।
যশোর পৌরসভা সূত্র জনায় যশোর শহরের নতুন বাজার এলাকায় পৌরসভার মার্কেট গড়ে ওঠে। স্থানীয়রা র্দীঘদিন ধরে ওই মার্কেটের জায়গা দখল করে ব্যবসা করে আসছিল। তবে ভাড়া গ্রহন করেন না পৌরসভা। বর্তমান মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু দায়িত্ব পালনের পর ভবন ভেঙ্গে নতুন মার্কেট নির্মাণের ব্যাপারে ব্যবসায়ীদের দোকান ছেড়ে দেওয়ার জন্য নোটিশ প্রদান করেন। একাধিক বার নোটিশ প্রদান করা হলেও তারা দোকান ছাড়েনি। শনিবার সকাল থেকে যশোর পৌরসভার উদ্যোগে স্থানীয় প্রশাসন নিয়ে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান চালায়। এ সময় গোলাম ফারুক লিটন নামে এক ব্যবসায়ী পৌরসভার কর্মচারী ও পুলিশের উপর চড়াও হয়। পুলিশের কাজে বাধা প্রদান অভিযোগে ইমরান হোসেন আটক করে।
Leave a Reply