মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে যশোর কোতয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামান স্বপরিবারে আহত হয়েছেন। অবস্থা আশংকাজনক হওয়ায় তার স্ত্রী নুসরাত (৩২) মেয়ে অহনা (৮) ঢাকায় রেফার করা হয়েছে।
সোমবার রাত পৌনে ৮টার দিকে তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, এসআই আমিরুজ্জামান তার স্ত্রী ও মেয়েকে নিয়ে সাতক্ষীরা থেকে মাইক্রোবাস যোগে যশোরে আসছিলেন। আজ সোমবার রাত ৭টার পরে শহরের চাঁচড়া মোড়ে পৌছুলে বেনাপোলগামী একটি ট্রাকের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার আব্দুর রশিদ জানান, শিশু অহনার মুখে, পিঠে ও মাথায় মারাত্মক আঘাত লেগেছে। নুসরাতের অবস্থা ভাল নয়। তাদেরকে ঢাকায় রেফার করা হয়েছে।
যশোর কোতয়ালি থানার এসআই মোখলেছুজ্জামান সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামান স্বপরিবারের আহত হওয়ার কথা সত্যতা নিশ্চিত করেছেন
Leave a Reply