শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:৫৫ পূর্বাহ্ন
আলভী শরীফ, নাটোর :সোমবার ২৮ রমজান নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি-২০১৪ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নাটোরের স্থানীয় ছাত্রদের উদ্যোগে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি-২০১৪ ব্যাচের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীর মিলনমেলায় পরিণত হয় নাটোর সিসিলি চাইনিজ রেস্টুরেন্ট। অনুষ্ঠানে ২০১৪ ব্যাচের সকলের সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
১৪ ব্যাচের শিক্ষার্থীরা বলেন, আয়োজন সফল হয় তখনই যখন আমাদের সেই চিরচেনা বন্ধুদের পুরনো মুখগুলো দেখতে পাই। তাই এবারও বলব সফলভাবেই শেষ করতে পেরেছি আমাদের এ আয়োজন। সময়ের সাথে সাথে আজ সবাই ব্যস্ত। সবার সাথে সবার আজ দেখা হয় না। তাই সবাইকে মিলিত করার জন্য প্রতিবছর আমাদের এ আয়োজন থাকে। ইনশাআল্লাহ সামনের দিকেও আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে।
Leave a Reply