রবিবার, ১৪ অগাস্ট ২০২২, ০২:৫০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: “মানুষের কল্যাণে আমরা” এ উক্তি হৃদয়ে ধারণ করি এ শ্লোগান সামনে রেখে জ্ঞানের মেলা মানব কল্যাণ সংস্থার আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে প্রতিবার মতো এবারও ২৮ রমজান সোমবার বাড়ি বাড়ি গিয়ে গরীব ও দুঃখী পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে।
এ কাজে অংশগ্রহণ করে সংগঠনের সহ-সভাপতি মিলন হোসেন, সাধারণ সম্পাদক খারুক হাসেনসহ সদস্য বৃন্দ।
এবারও ১০০টি পরিবারের মাঝে বিতরন করা হয়েছে এই ঈদ সামগ্রী। প্রত্যেবকে এক একটি প্যাকেট আটা,আধা কেজি সেমাই,এক প্যাকেট লাচ্চা সেমাই,আধা কেজি চিনি, দুই প্যাকেট গুড়ো দুধ,একটা সাবান এবং পরিমান মতো বাদাম, কিচমিচ ও ২২ টা লুঙ্গী। প্রতি বছরর মতা এ বছরে গরীব ও দুঃখী পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করতে পেরে আমরা সকলে আনন্দিত বলে অনুভুতি প্রকাশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক হাসেন।
Leave a Reply