শনিবার, ১০ Jun ২০২৩, ০৭:৫৯ অপরাহ্ন
এম আকাশ, সাতক্ষীরা: মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। তাই চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। জনমানুষের আর ক্রেতা সাধারনদের উপস্থিতি কেবলমাত্র বড় বড় মার্কেট বা বিপনী বিতানগুলোতে তা নয়, শহরের ফুটপথ খ্যাত সড়কের টং দোকানগুলোতে উপচে পড়া ভিড় আর কেনাকাটা যেন এক ধরনের উৎসবের আবহবিরাজ করছে। ভারতীয় পোশাকের সাথে পাল্লা দিয়ে দেশি কাপড় ও ডিজাইনারদের তৈরি পোশাকের বুটিক হাউসগুলোতে এখনও তরুণীরা ভিড় করছেন। এছাড়া শিশুদের পোশাক ও খেলনা সামগ্রী, কসমেটিক্স ও গহনার দোকান, জুতোর দোকানেও ভিড় লেগেই আছে।আলাপকালে,বিক্রেতারা জানিয়েছেন, রমজানের শেষের দিকে চাকরিজীবীরা বেতন-বোনাস পাওয়ায় ক্রেতাদের ভিড় আরও বেড়ে গেছে। নতুন পোশাক ছাড়া ঈদের আনন্দ যেন অপূর্ণ থেকে যায়। শুধু পোশাকই নয়, ঈদকে সামনে রেখে ঘর সাজানো থেকে শুরু করে ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি কেনার প্রতিও দেখা যায় আলাদা আগ্রহ। ক্রেতারা বলছেন, ঈদে এবার পোশাকের দাম অনেক বেড়েছে। তবে বিক্রেতারা সেটি মানতে নারাজ। তাঁদের মতে, দাম আগের মতোই আছে। তরুণীদের জন্য এবারও সারারা, গাউন, লম্বা স্কার্ট, লম্বা কামিজ সবই ভালো চলছে। সারারার সঙ্গে চলছে পালাজ্জো। গাউনের মধ্যে ফ্লোর টাচ বা পায়ের পাতা ছোঁয়া গাউনের চাহিদা বেশি। কেউ কেউ লম্বা গাউনের সঙ্গে বাহারি ওড়নাও পছন্দ করছেন। এ ছাড়া বেনারসি, জর্জেট, কাতান, সিল্ক, শার্টিন ও জুট কাতানের বিক্রিও ভালো।ঈদে ছেলেদের কেনাকাটার ঝোক মেয়েদের থেকে কোনো অংশে কম নয়। তাই যেমন তেমন একটি পোশাক কিনলেই ঈদ হয়ে যাবে- এমন ধারনা গত হয়েছে অনেক আগেই। ছেলেদের এবারের ঈদ আনন্দ শুধু পাঞ্জাবীতেই থেমে থাকছে না, বরং সময়োপযোগী নান্দনীক সব শার্ট ও টি’শার্টেও সেজে উঠছে ছেলেদের ঈদ বাজার। সাতক্ষীরার সদর, ব্রহ্মরাজপুর বাজার, বুধহাটা সহ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, ছেলেদের ফ্যাশন বিবেচনায় এই ঈদে কাপড়ের মান ও কাপড়ে ব্যবহৃত রঙটাই বেশি প্রাধাণ্য পাচ্ছে। সাতক্ষীরার নিন্মবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সবাই উদযাপন করবে ঈদ। সবার সামর্থ্য এক না হলেও উপলক্ষ কিন্তু একটিই পবিত্র ঈদুল ফিতর। আর এ উপলক্ষকে পুঁজি করে আনন্দে মাতবেন সাতক্ষীরার বাসীসহ পুরো বাংলাদেশ ।
Leave a Reply