মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৫:২৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর মুড়োলী খাঁ পাড়া থেকে এক মাদ্রাসা ছাত্রীকে চিহ্নিত সন্ত্রাসীরা অপহরণ করেছে। এ ঘটনায় অপহৃতার পিতা কোতয়ালি মডেল থানায় রোববার অভিযোগ দায়ের করেছেন। আসামিরা হচ্ছে, সদর উপজেলার কাজীপুর রেললাইন পার হয়ে ঈদগাহের সামনের মৃত বেলায়েতের ছেলে ছট্টু, মুড়োলী পাঁচতলা ভবনের পিছনে দশবাড়ী ভাড়াথাকে দুখুসহ অজ্ঞাতনামা ৩/৪জন।
সদর উপজেলার রামনগর মুড়োলী খাঁ পাড়ার আমজেদ আলীর ছেলে হানিফ রোববার কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত অভিযোগে বলেছেন,তার মেয়ে প্রিয়া খাতুন রামনগর পিকনিক কর্ণারের পাশে খানকা ওয়াসিয়া মাদ্রাসায় ১০ম শ্রেণিতে লেখাপড়া করে। মাদ্রাসায় আসা যাওয়ার সময় ছুট্টুসহ তার সহযোগী সন্ত্রাসীরা উত্যক্তসহ বিয়ের প্রস্তাব দিতো। প্রিয়া খাতুন প্রত্যাখান করে বিষয়টি বাড়িতে জানায়। প্রিয়া খাতুনের পিতা বিষয়টি ছুট্টুকে বিষয়টি জিজ্ঞাসাবাদের এক পর্যায় নিষেধ করে। এতে সে ক্ষিপ্ত হয়ে অপহরনের সুযোগ খুঁজতে থাকে। গত ৩১ মে রাত ৮ টায় প্রিয়া খাতুন আত্মীয় হোসেন আলীর বাড়িতে যাওয়ার জন্য বের হয়। ছুট্টুসহ তার সহযোগীরা প্রিয়া খাতুনকে অপহরণ করে নিয়ে যায়।
পরবর্তীতে প্রিয়া খাতুনকে অজ্ঞাতস্থানে লুকিয়ে রাখে। বিষয়টি এলাকায় আলোচনা করে কোতয়ালি মডেল থানায় আসামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদ্রাসা ছাত্রী উদ্ধার হয়নি।
Leave a Reply