সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৬:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: ঈদের জামা কাপড় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের সূত্র ধরে ভাই হৃদয় (১৭) অভিমান করে কীটনাশক পান করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মারা গেছে। ঘটনাটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বলরামপুর গ্রামে।
পুলিশ ও নিহত যুবকের পরিবারের লোকজন জানান,শনিবার বিকেলে হৃদয়ের সাথে তার ভাইয়ের ঈদের জামা কাপড় কেনা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। অভিমান করে হৃদয় বাড়ির কাউকে কিছু না জানিয়ে কীটনাশক পান করে। দ্রুত তাকে স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্সে পরে সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে রাতে ভর্তি করা হলে কিছুক্ষণ পর মারা যায়। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply