শনিবার, ১০ Jun ২০২৩, ০৭:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর শহরের বকচর হুশতলায় রোটারী বসিরননেসা চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পুরষ্কার ও ঈদ উপলক্ষে সেমাই-চিনি বিতরণ করা হয়েছে। রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মাদ আব্দুল আলীম
বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান জাহিদ আহমেদ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক রুকুনউদ্দৌলাহ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পিপি যোগেশ চন্দ্র দত্ত, পাস্ট প্রেসিডেন্ট চৌধুরী আশরাফুল ইসলাম মিলন, আইপিপি মোর্তুজা আলী, প্রেসিডেন্ট ইলেক্ট কাজী শাহেদুচ্ছালাম, প্রেসিডেন্ট নমিনী খায়রুল কবীর চঞ্চলসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল আলীম বিদ্যালয়ের শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মেধাবীদের ও ছাত্র-ছাত্রীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার তুলে দেন। একইসাথে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে সেমাই-চিনি বিতরণ করেন।
Leave a Reply