শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৮:৫৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার খাতা পূর্ণমূল্যায়নে একশ৩১ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল করা এক শিক্ষার্থীসহ জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন। এছাড়া অকৃতকার্য আরো ৪৪ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। শনিবার এ ফল প্রকাশ করা হয়েছে।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র জানান, এবার এসএসসি পরীক্ষার খাতা পূর্ণমূল্যায়নের জন্য বিভিন্ন পত্রে ২৫ হাজার ৮৫৯টি আবেদন জমা পড়ে। তার মধ্যে ১৩১ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র আরও বলেন যথা নিয়মে খাতা পূর্ণমূল্যায়নের পর ফলাফল প্রকাশ করা হয়েছে। যে সব শিক্ষকরা খাতা মূল্যায়নে এসব ভুল করেছেন পরীক্ষা আইনে তাদের বিরদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply