শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৭:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে আলম হোসেন(৩০) নামের এক ইজিবাইক গোডাউন কর্মচারি বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়েছে। সে যশোর শহরের বাড়ান্দী পাড়া বৌ বাজার এলাকার ইজিবাইক গোডাউন কর্মচারি ওই এলাকার সেলিম মোল্যার ছেলে।
নিহত আলম হোসেনের শ্যালক সাদ্দাম হোসেন জানান,নিহত আলম হোসেন বাড়ান্দী পাড়া বৌ বাজার এলাকার একটি ইজিবাইক চার্জার গোডাউনের কর্মচারি৷ বৃহস্পতি বার ভোর ৫ টার দিকে,ইজিবাইক গোডাউনে যেয়ে ইজিবাইক চার্জে প্লাগ খুলতে গেলে বিদ্যুৎ স্পৃষ্টে আহত হয়৷ পরে স্থানিয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়। এ সময় হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে ভোর সাড়ে পাঁঁচটার দিকে তাকে মৃত ঘোষনা করেন। কোতয়ালী থানার এস আই মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিচ্চিত করেন।
Leave a Reply