শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৩:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: শিক্ষাখাতে বাজেট বৃদ্ধির দাবিতে যশোরে মানববন্ধন করা হয়েছে। সোমবার প্রেসক্লাব যশোরের সামনে ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলা সমাজতান্ত্রিক ছাত্রফন্টের আয়োজনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধন থেকে শিক্ষাখাতে বাজেটের ২৫ ভাগ বরাদ্দ দেয়ার দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক পলাশ পাল, সাংগঠনিক সম্পাদক শুভরায়, সাংগঠনিক সম্পাদক শ্যামলী আক্তার, জেলা সদস্য রুপম রায় ও এম এম কলেজ শাখা সভাপতি ইমরান খান। মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়।
Leave a Reply