রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৯:৪২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: শার্শা উপজেলার দীঘা গ্রামে স্বামী-শ্বাশুড়ীর নির্যাতনে এক গৃহবধু তার দু’সন্তানকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষ খেয়ে আত্মহত্যা করেছে। রবিবার রাতে এ ঘটনাটি ঘটেছে। সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৩জনকে আটক করা হয়েছে।
নিহতরা হলেন হামিদা খাতুন (৩৫), মেয়ে শারীফা খাতুন (১২) ও ছেলে সোহান হোসেন (৫)।
স্থানীয়রা জানায়, স্বামী ইব্রাহিম হোসেন ও শ্বাশুড়ী জামিলা খাতুন পারিবারিক বিবাদে দিনভর হামিদাকে শারিরিক ও মানসিকভাবে নির্যাতন করে। নির্যাতনে অতিষ্ঠ হয়ে ইব্রাহিমের স্ত্রী হামিদা খাতুন বাজার থেকে বিষ ও গ্যাস ট্যাবলেট এনে মেয়ে শারিফা খাতুন ও ছেলে সোহান হোসেনকে খাওয়ায়। পরে নিজেও বিষ ও গ্যাস ট্যাবলেট খেয়ে মারা যায়।
তারা আরও জানায়, ইব্রাহিম চা বিক্রি করে সংসার চালাতো। সংসারে অভাব অনাটন প্রায় লেগে থাকতো। ঈদের সময় ছেলে মেয়েদের নতুন কাপড় কিনে দিতে না পারায় হামিদা খাতুন এ কাজ করেছে।
একই সাথে ৩ জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর (ওসি তদন্ত) সুকদেব রায় তিনজনের মৃত্যু নিশ্চিত করে বলেন, এব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
Leave a Reply