বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২০ অপরাহ্ন
দিলীপ কুমার দাস,ময়মনসিংহ: গৌরীপুর কলতাপাড়া সড়ক সংস্কার ও মেরামত কাজ গত দেড় মাস যাবত গতিশীলতার সহিত চলমান রয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর গৌরীপুর হইতে কলতাপাড়া সড়কটি সংস্কার ও মেরামতে জনমনে স্বস্থি ফিরে এসেছে। মঙ্গলবার (২১ মে) সরেজমিনে তদন্তকালে দেখা যায় যে আগামী ঈদুল ফিতর উপলক্ষে উপরোক্ত সড়কটি দিয়ে হাজার হাজার যাত্রীবাহী ও মাল বাহী বাস ট্রাক আসা যাওয়ার কারনে অল্প সময়ে এবং বিধি অনুযায়ীভাবে রাস্তাটি সম্পন্ন করতে এলজিইডি ময়মনসিংহ অধিদপ্তর তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। গৌরীপুর কলতাপাড়া সড়কটির বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ এলজিইডি অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইলিয়াছ আলী বলেন, ১২০ ডিগ্রী থেকে ১৫০ ডিগ্রী পর্যন্ত বয়লার মেশিনে তাপ দিয়ে পাথরের টুকরোগুলোর সাথে বিটুমিন মিশ্রন করে সড়কে স্থাপনে ১২০ ডিগ্রী তাপমাত্রা থাকবে।
তাঁতকুড়া বাজারে ঢালাই কাজের ব্যাপারে জানতে চাইলে গৌরীপুরের এলজিইডি অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ওয়াহেদ আলী বলেন,তাতকুড়া বাজারে ২০০ মিটার দৈর্ঘ্য ও ৮ ইঞ্চি পুরু ঢালাই কাজে শতভাগ নিখুঁতভাবে এবং শিডিউল মাফিক কাজ চলছে। এ ব্যাপারে তাঁতকুড়া বাজারের ব্যবসায়ী কমল সরকার, জাহাঙ্গীর আলম, গণেশ সরকার ও লিটন মিয়া বলেন, কাজের গুনগত মান ভাল হচ্ছে বলে আমাদের ধারনা। ঠিকাদারী প্রতিষ্ঠান ইশতিয়াক আহম্মেদ উল্লেখিত সড়কটির সংস্কার ও মেরামত কাজ করছেন।
Leave a Reply