শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১২:২৩ পূর্বাহ্ন
ক্ষনে ক্ষনে বির্বণ হয়ে যাবে
আবিদুর রেজা খান
জীবণ মৃত্যুর সন্ধ্যিক্ষনে বসে
নি:সঙ্গতার পড়ন্ত বিকেলে
জীবণের এলোমেলো ডাইরী খুলে
প্রতিটা পাতায় চোখ রেখেছি
দেখেছি পাওয়া না পাওয়ার
গোপন অক্ষর বিন্যাস
এতে ফ্যাকাশে হয়েছে মুখ \
হৃদয়ের সোনালী আকাশে উকি দিয়েছে
লক্ষ কোটি জিঙ্গাসা
কালো জিঙ্গাসা গুলো কী
সোনালী পালকে ভর করে
অবলিলায় ফিরে আসবে
ধরা দেবে বাহুডোরে
নাকি আবেগি প্রত্যাসা গুলো
ক্ষনে ক্ষনে বির্বণ হয়ে যাবে \
Leave a Reply