শনিবার, ১০ Jun ২০২৩, ০৭:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে মফিজুর রহমান(৪৪)কে বেধড়ক মারপিট করেছে ডিস লাইনের আদায়কারী হারুর আর রশীদর। এ সময় স্থানীয়রা মফিজুর রহমানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়। সে সদরের হামিদপুর গ্রামের মাঠ পাড়া এলাকার ওসমান মোল্যার ছেলে। এ ঘটনায় আদায়কারী হারুর আর রশীদকে আটক করে ওই পাড়ার মহিলা। এতে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সে কোন সময় বড় ধরনে সংঘষের আশংকা করছে স্থানীয়রা।
আহত মফিজুর রহমান জানায় যশোর সদরের হামিদপুর গ্রামে ডিস লাইনের ব্যবসা করে একই গ্রামের মৃত মোকাদ্দেস হোসেন বাবুর ছেলে আজিজুল ইসলাম,রিপোন হোসেন,মিজানুর রহমান মিজান ও তানভিন। ডিস লাইনের মাসিক ভাড়া আদায়ের জন্যে নিয়োগ করে শহরের হারুর আর রশীদকে। রোববার বিকেলে আদায়কারী হারুর আর রশীদ কোন কিছু না বলে গ্রাহক মফিজুর রহমানের ল্ইন বিচ্ছন্ন করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এ পর্যায় হারুর আর রশীদ লাঠি দিয়ে তার মাথায় এলোপাতাড়ি ভাবে আঘাত করে। এতে সে রক্তাক্ত জখম হয়। এ সময় ওই এলাকার মহিলারা আদায়কারীকে অবরুদ্ধ করে রাখে। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সন্ধ্যা রাতে বিষটাটি মিমাংসার চেষ্টা করে ব্যার্থ হয় স্থানীয় একটি মহল।
Leave a Reply