শনিবার, ১০ Jun ২০২৩, ০৯:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: কৃষকের ধানের লাভজনক দাম নিশ্চিত করতে প্রতি ইউনিয়নে সরকারি ভাবে ক্রয় কেন্দ্র খোলার দাবিতে বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতি বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে।
রোববার দুপুরে বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতি উদ্যোগে যশোরে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে একই দাবিতে সংগঠনটির নেতাকর্মীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু,বাংলাদেশ কৃষক ক্ষেতমজুর সমিতির সভাপতি রঞ্জিত চট্টোপাধ্যায়, সহ-সভাপতি অধ্যাপক আফসার আলী,সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার সাধারণ সম্পাদক তসলিম-উর-রহমান,সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পিন্টু প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়েছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বেড়েছে। এ সব ব্যবসায়ীরা ৪৫০ টাকা থেকে ৭০০ টাকা দরে ধান কিনতে সিন্ডিকেট গড়ে তুলেছে। যার ফলে কৃষককে বিঘা প্রতি অন্তত চার হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে।এ পরিস্থিতিতে প্রতি ইউনিয়নে সরকার নির্ধারিত এক হাজার ৪০ টাকা দরে কৃষকের কাছ থেকে ধান কেনার দাবি করা হয়েছ।
Leave a Reply