শনিবার, ১০ Jun ২০২৩, ০৯:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় লোক পাঠানোর কথা বলে যশোরে গ্লোবাল ভিশন প্রতিষ্ঠানের প্রতারক চক্র জাল ভিসা দিয়ে সাড়ে ৮ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলার ভিত্তিতে যশোর কোতয়ালি থানা পুলিশ আরাফাত হোসেন অপু ও তার বাবা বাহার উদ্দিনকে গ্রেফতার করে। শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করে।
উল্লেখ্য: চলতি বছরের ২ জানুয়ারী সকালে গ্লোবাল ভিশন প্রতিষ্ঠানের মালিক দাবিদার আরাফাত হোসেন অপু,তাদের বাবা বাহার উদ্দিন ও মনিরুল ইসলাম নগদ ১লাখ ২০ হাজার টাকা বাকী ৭ লাখ ৩৩ হাজার টাকা ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমেহাতয়ে নেয়। প্রতারক চক্র যশোরে অভয়নগর উপজেলার বনগ্রামের মাহাতাব হোসেন সরদারের ছেলেসহ চারজনকে মালয়েশিয়ায় যাওয়ার জাল ভিসা প্রদান করে। ঢাকা বিমান বন্দরে যাওয়ার পর তারা নিশ্চিত হন ভিসা গুলি জাল। তারা ফিরে এসে ওই চক্রের কাছে টাকা ফেরত চাইলে তারা উল্টো অপহরনের চেষ্টা করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ছেলে আরাফাত হোসেন অপু ও বাহার উদ্দিনকে ধরে থানায় সোপর্দ করে।
Leave a Reply