শনিবার, ১০ Jun ২০২৩, ০৮:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) এলাকার বেলতলায় পেট্রল দিয়ে দুটি দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ৬০-৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পথে বসে গেছে দোকানের উপর নির্ভরশীল দুটি পরিবার।
বুধবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে একদল দুর্বৃত্ত এ ঘটনা ঘটায়। স্থানীয়ভাবে যারা চুরি-ডাকাতি, ছিনতাই, মাদক সেবনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, তারা এ ঘটনার সঙ্গে জড়িত বলে স্থানীয়দের অভিমত।
স্থানীয়রা জানান, বহুদিন ধরে বেলতলা এলাকা ডাকাত, ছিনতাইকারী, চোর এবং মাদকসেবীদের চিহ্নিত স্পট ছিল। ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মুন্নার সহযোগিতায় ওই স্থানে একটি সড়ক বাতির ব্যবস্থা করা হয়। একইসঙ্গে সেখানে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী ও জনসাধারণের আনাগোনা বাড়াতে দুটি দোকান ও একটি নলকূপও বসানো হয়। এতে চিহ্নিত ডাকাত, ছিনতাইকারী, চোর এবং মাদকসেবীদের কার্যক্রমের চরম ব্যাঘাত ঘটে। ফলে তারা দোকান পোড়ানোর মতো এ ঘৃন্য পন্থা অবলম্বন করে।
বেলতলা শুধু যবিপ্রবির সন্নিকটে নয় সেখানে শ্যামনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ও অবস্থিত। দিন-রাতের বিভিন্ন সময় বহু মানুষকে এই এলাকা দিয়ে যাতায়াত করতে হয়। ডাকাত, ছিনতাইকারী, চোর, মাদকসেবী এবং তাদের পৃষ্ঠপোষকদের উৎপাতে বেলতালা এলাকার মানুষের মধ্যে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। দুষ্কৃতিকারী ও দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছে এলাকাবাসী।
Leave a Reply