শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৭:৩৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করে উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিতকরণের দাবিতে যশোর-বেনাপোল মহাসড়কে মানববন্ধন করেছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে আরবপুর ও চাঁচড়া ইউনিয়ন বিএনপি এই মানববন্ধন আয়োজন করে। মহাসড়কের পুলেরহাট বাজারে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন, এদেশের শতকরা ৮০ ভাগ মানুষ কৃষির সাথে সম্পৃক্ত। কিন্তু মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের দৌরাত্মের কারণে তারা তাদের ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না। তাই দ্রুত এই মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম বন্ধ করে এদেশের কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। এজন্য আমাদের সংগঠিত হয়ে আন্দোলন করতে হবে। আমাদের ফসলের ন্যায্যমূল্য আদায় করে নিতে হবে।
Leave a Reply