শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৫:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর শহরের মুজিব সড়ক এলাকার পঙ্গু হাসপাতালের সামনে থেকে এক স্কুল পড়–য়া ছাত্রী অপহরণ হয়। এ অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়। অপহরণের ৪দিন পর অপহৃতা তানিয়া সুলতানা রুবি ওরফে রুবাইয়া (১৫) কে উদ্ধার ও অপহরণের সাথে জড়িত ৪জনকে আটক করে র্যাব ও পুলিশ। আটককৃতরা হচ্ছে,যশোর সদরের তপসীডাঙ্গা গ্রামের মৃত রোজাউল করিম বিশ^াসের ছেলে জিসান হোসেন,একই উপজেলার শফিয়ার রহমানের মেয়ে ও মাহমুদ হাসানের স্ত্রী শারমিন সুলতানা ওরফে রিনা,শেখ মনোয়ার হোসেনে ছেলে সানোয়ার হোসেন বকুল ও শফিয়ার রহমানের ছেলে রাকিবুল হাসান।
যশোর সদরের ঝুমঝুমপুর আদর্শপাড়া বিলায়েত হোসেন বিলুর বাড়ির ভাড়াটিয়া নুর ইসলামের স্ত্রী সালমা খাতুন বাদি হয়ে কোতয়ালি থানায় মামালা করেন।
মামালায় উল্লেখ করা হয়েছে তানিয়া সুলতানা পুলের হাট মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেনীর ছাত্রী। স্কুল আসা যাওয়ার পথে জিসান হোসেন উত্যক্ত করতো। বিষয়টি রুবি তার মা বাবাকে জানালে তারা আসামীদের সহযোগী শারমিন সুলতানা রিনা,সানোয়ার হোসেন বকুল ও রাকিবুল হাসানকে জানায়। এতে আসামী জিসান ক্ষিপ্ত হয়ে অপহরণের হুমকী দেয়। গত ১৮ মে সকালে রুবি তার দুলা ভাই যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার নুরুজ্জামানকে নগদ ১লাখ টাকা দেওয়ার জন্য বাড়ি হতে বের হয়। সকাল ৮ টায় যশোর মুজিব সড়কের পঙ্গু হাসপাতালের সামনে পৌছালে আসামী জিসান হোসেন ও তার সহযোগীরা একটি সাদা রংয়ের মাইক্রোবাসে তুলে চাঁচড়ার মোড়ের দিকে নিয়ে যায়। এ ঘটনায় র্যাব-৬ ও থানা পুলিশ অভিযান চালিয়ে সানোয়ার হোসেন বকুলের বাড়ি থেকে রুবিকে উদ্ধার করে। এ সময় জিসান হোসেন, সানোয়ার হোসেন বকুল,রাকিবুল ও শারমিন সুলতানাকে আটক করে। পরে তার আলমারি মধ্যে থাকা নগদ ১লাখ টাকা উদ্ধার করে।
Leave a Reply