মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৩:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে লেবার সর্দার শহিদ কাজী (৩২) হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার রাতে তার স্ত্রী হনুফা বেগম বাদি হয়ে কোতয়ালি থানায় মামলা করে। আসামী করা হয়েছে,যশোর সদরের বিরামপুর সারথী মিলের পাশে মৃত জবেদ আলীর ছেলে আমির হোসেন ওরফে আমির চাঁন,ওরফে রমজান,একই এলাকার আসলামের ছেলে মেহেদী হাসান টপি ও চান্দুর ছেলে হাবু ও জিয়ারুলসহ অজ্ঞাত ২/৩জন।
মামালায় উল্লেখ করা হয়েছে তার স্বামী শহিদ কাজী আফনান জুট মিলের লেবার সর্দার দায়িত্ব পালন করছিল। আসামী আমির হোসেনের স্ত্রী জুলেখা উক্ত মিলে কাজ করার সময় শহিদ কাজীর সাথে সম্পর্ক হয় সন্দেহে আমির হোসেন শহিদ কাজীর উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। সোমবার ২০ মে দুপুর আড়াইটার সময় শহিদ কাজী তার সহকর্মী শাহিন জুট মিলের পাশে মোমিন এর মুদী দোকানে যান। সেখানে দুুপুরের খাবার খেয়ে ফেরার সময় আসামীরা এলোপাতাড়ীভাবে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় শহিদ কাজীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ছুরিকাঘাত করে পালাবার কালে স্থানীয় লোকজন মেহেদী হাসান টপিকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
Leave a Reply