শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৮:৩৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর বাঘারপাড়া উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল সোমবার দায়িত্ব গ্রহন করেছেন। এ সময় নব নির্বাচিত চেয়ারম্যানসহ ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা ও বিথীকা বিশ্বাসকে সংবর্ধণা,সাধরণ সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিদায়ি চেয়ারম্যান মশিয়ূর রহমান ও ভাইস চেয়ারম্যান নাসির হায়দার, ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, সবদুল হোসেন খান, কামরুল ইসলাম টুটুল, আবু সাঈদ সরদার, আয়ুব হোসেন বাবলু, শ্রমিক নেতা শ্রীভূষন ঘোষ, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল মান্নান, কৃষি কর্মকর্তা জাহিদুল আলম, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, মৎস্য কর্মকর্তা মঞ্জুরুল আলম প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
Leave a Reply