রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০১:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:যশোর-মাগুরা সড়কের আফনান জুট মিলের শ্রমিক সরদার শহীদকে (৩০) দিন দুপুরে দৃর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করেছে।
কোতোয়ালি থানার এসআই হায়াত মাহমুদ জানান, মিলের শহীদ ও শাহীন সোমবার দুপুর আড়াইটার দিকে মিলের পাশে টিটু টি স্টল থেকে চা খেয়ে ফিরছিলেন। এ সময় তিন জন অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত এসে শহীদের পিঠে ও দুই হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আহত শহীদকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি।
Leave a Reply