শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৭:২৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে টগর গাজী (২২) নামে একজন ইজিবাইক চালকের নিতম্বে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
টগর এখন যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। সে শহরতলির সুলতানপুর গ্রামের আসাদ গাজীর ছেলে।
আহতের মা নুরজাহান খাতুন বলেন, টগর গত রাতে শেখহাটি মসজিদের পাশে ইকবালের বাগানে লিচু ভাঙতে যায়। শনিবার ভোরে বাড়ি ফেরার পথে শেখহাটি মসজিদের সামনে পৌছুলে মুখে কাপড় বাঁধা ৪-৫ দুর্বৃত্ত টগরের নিতম্বে ছুরিকাঘাত করে। তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার কাজল মল্লিক বলেন, ছেলেটির নিতম্বের ৫ স্থানে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তার অবস্থা গুরুতর। কোতোয়ালী থানার ওসি অপুর্ব হাসান বলেন, এরকম ঘটনা আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।
Leave a Reply