শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:২৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে সিরাজুল ইসলাম (২৫) নামের এক নির্মাণ শ্রমিককে বেধড়ক মারপিট করেছে হাইওয়ে পুলিশের কর্মকর্তা। সে মাহবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের সিগন্যালম্যান ও যশোর সদরের রুপদিয়া এলাকার বাসিন্দা। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়। এ ঘটনায় শ্রমিকরা সড়ক অবরোধ করে। এতে ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তির শিকার হয় যাত্রীরা। পরে পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।
স্থানীয়রা জানান, শনিবার সকালে যশোর-খুলনা সড়কের সন্যাসী দিঘির পাড় এলাকায় সংস্কারের কাজ হচ্ছিল। এ সময় সিগন্যালম্যান সিরাজুল ইসলাম একটি প্রাইভেট কার থামানোর সংকেত দেয়। গাড়ির ভেতর থেকে সাদা পোশাকে থাকা পুলিশের একজন কর্মকর্তা বেরিয়ে এসে লাঠি দিয়ে তাকে বেধড়ক মারপিট করে চলে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকেরা কাজ বন্ধ করে বিচারের দাবিতে সড়ক অবরোধ করে। প্রায় ২ ঘন্টা এ অবরোধ চলে। এ সময় সড়ক সংস্কার শ্রমিকরা বিভিন্ন শ্লোগান দেয়। পরে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দীন শিকদার ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।
Leave a Reply