শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৮:০৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর সদরের বাহাদুরপুর গ্রামের তরুনী বিনা খাতুনকে অপহরন করেছে দুবৃত্তরা। এ ঘটনায় শনিবার অপহৃতের মা ফজিরণ নেছা বাদি যশোর কোতয়ালি থানায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা করেন। আসামীরা হচ্ছে,সদরের ছোট শেখহাটি গ্রামের বাবলুর ছেলে শাকিল,মিনি,একই গ্রামের তোফাজ্জেলের ছেলে হৃদয়,আসমতের ছেলে সোহেল,জালালের ছেলে জাফর ও বাবলু।
মামলায় উল্লেখ করা হয়েছে বিনা খাতুন স্কুলে আসা যাওয়ার পথে শাকিল বিভিন্ন সময় বিয়ে ও ভালবাসার প্রস্তব দেয়। তার প্রস্তব প্রত্যাখান করে। এ ঘটনার জের ধরে গত ১২ মে রাত আনুমানিক ৩ টার দিকে শাকিলসহ আসামীরা বাড়িতে ঢুকে বিনা খাতুনকে অপহরণ করে। এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক ও বিনা খাতুন উদ্ধার হয়নি।
Leave a Reply