মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর কোতয়ালি মডেল থানা পুলিশ আলাদা অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ চারজন মাদকবহনকারীকে গ্রেফতার দেখিয়েছে। তারা হলো, যশোর শহরতলী ঝুমঝুমপুর ক্লাবপাড়ার সৈয়দ জ্ঞান আলীর ছেলে কিসমত আলী,সদর উপজেলার রঘুরামপুর গ্রামের নবাব আলীর ছেলে জাকির হোসেন, সহোদর সাব্বির ও ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা (দক্ষিণ পাড়া) মোহাম্মদ বিশ^াসের ছেলে মজনু।
কোতয়ালি মডেল থানার এএসআই ফুরকান জানান, বৃহস্পতিবার গভীর রাতে শহরের চাঁচড়া চেকপোষ্ট জনৈক রানা ওরফে বয়রা রানার প্রতিষ্ঠানের সামনে থেকে জাকির হোসেন ও সাব্বিরকে গ্রেফতার করে। পরে তাদের কাছ হতে ৫৯ পিস ইয়াবা উদ্ধার দেখায়।
এএসআই জসীম সিকদার জানান, বৃহস্পতিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে শহরের নাজির শংকরপুর হাজারী গেটের দক্ষিণে ইউসুফ আলীর মুদী দোকানের সামনে থেকে মজনুকে গ্রেফতার করে। পরে তার কাছ থেকে ২৫ পুরিয়া অর্থাৎ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার দেখায়। এ ছাড়া,এসআই এসএম শামীম আকতার জানান, বৃহস্পতিবার রাত দেড়টায় গোপন সূত্রে খবর পেয়ে শহরতলী ঝুমঝুমপুর ক্লাব মোড়ের সামনে থেকে কিসমত আলীকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ৪পিস ইয়াবা উদ্ধার দেখায় পুলিশ। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply