শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৭:৪৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে সড়ক দুর্ঘটনায় আহত আবুল কালাম (৪০) এর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের মৃত মোহম্মদ আলীর ছেলে।
পারিবারিক সূত্র জানিয়েছেন, ১২ এপ্রিল আবুল কালাম ও তার বন্ধু ওলি উল্লাহ মোটরসাইকেল দাওয়াত খেতে খাজুরা গিয়েছিলন। পথিমধ্যে ভাটার আমতলা নামকস্থানে পৌঁছুলে বিপরীত মুখি সোহাগ পরিবহন তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা দু’জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনালের হাসপাতালে আনলে জরুরি আনলে চিকিৎসক ওলি উল্লাহ মৃত ঘোষণা করেন ও মতিয়ারের অবস্থা আশংকাজনক হওয়ায় তাতে ঢাকায় রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
Leave a Reply