শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৭:৩৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: ডা.আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার কলেজের হলরুমে এ বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিংবডির সদস্য মামুনুর রশিদ। অধ্যক্ষ জেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা সুলতান আহমেদ, দ্বাদশ শ্রেণির ছাত্র মহিবুল ইসলাম ও ছাত্রী সুরাইয়া মান্নান ইভা।
অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত গভর্নিংবডির সদস্য আব্দুল মতলেব বাবু, শিক্ষক প্রতিনিধি রুমি আক্তার ও শাহানাজ বেগম। অনুষ্ঠান সঞ্চলনা করেন প্রভাষক আলফাজ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ৩৭ জন শিক্ষার্থীর হাতে আব্দুর রাজ্জাক মেমোরিয়াল ট্রাস্টের ১ লাখ ১১ হাজার টাকা বৃত্তি প্রদান করেন।
Leave a Reply