সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। সোমবার বিকেলে খুলনা বিভাগীয় কমিশনের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার লোকামান হোসেন মিয়া।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম,উপ-প্রচার সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, সদস্য কাজী দেলোয়ার হোসেন, মশিয়ার রহমান সাগর, যশোর শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী শহিদুল হক শাহিন,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইউসুফ সাঈদ, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য সাজ্জাদুল আলম মিন্টু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিয়ামত উল্যাহ, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সজিবুর রহমান সজিব, পৌর ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান রনি প্রমুখ।
Leave a Reply