রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৪:৫১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অভ্যন্তরীণ বৃত্তি পেয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও বর্ষের একশ১২ জন শিক্ষার্থী। সোমবার বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের দপ্তরে অভ্যন্তরীণ বৃত্তি বণ্টন কমিটির সভায় তাদের এ বৃত্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
আর্থিকভাবে স্বচ্ছল নয় এমন দরিদ্র মেধাবী ও নিয়মিত শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে বিশ্ববিদ্যালয়ের অভ্যনমশরীণ খাত থেকে বাৎষরিক এককালীন তিন হাজার ৫০০ টাকা করে বৃত্তি দেওয়া হয়। এ আর্থিক বছরে বৃত্তির অর্থের পরিমাণ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়ানো হয়। সোমবার বৃত্তি বণ্টন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য অধ্যাপক আব্দুল মজিদ,ডিন অধ্যাপক ড.আনিছুর রহমান,ডিন অধ্যাপক ড.শেখ মিজানুর রহমান,ডিন ড. ওমর ফারুক ও প্রাধ্যক্ষ ড. সেলিনা আক্তার প্রমুখ।
২০১৮-১৯ অর্থ বছরে প্রতি বিভাগ থেকে সর্বোচ্চ পাঁচ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply